Thursday, January 17, 2013

L.A. General Knowledge Model Test-01




Learner Area এর জন্ম জ্ঞ্যানপিপাসুদের জন্য। জ্ঞ্যানের আলোকে ছড়িয়ে দেবার প্রয়াসে এবং বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষায় স্থান করে নেবার প্রস্তুতি হিসেবে আমাদের এবারের আয়োজন L.A. Model Test। এর অংশ হিসেবে প্রতি সপ্তাহে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞ্যান থেকে ১৫ টি করে মোট ৬০ টি প্রশ্ন করা হবে। আপনারা প্রশ্ন গুলোর উত্তর দেবার জন্য যেকোন বই, ইন্টারনেট বা অন্য যেকোন কিছুর সাহায্য নিতে পারবেন। কেননা, L.A. Model Test এর মূল উদ্দেশ্য মূল পরীক্ষার জন্য প্রস্তুতি।

উল্লেখ্য, প্রতি সপ্তাহের সেরা উত্তর দাতার জন্য পুরস্কার হিসেবে মোবাইল ব্যালেন্সের ব্যবস্থা আছে।





আপনার যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেইসবুকে like দিবেন এবং ফেইসবুকসহ অন্যান্ন সোস্যাল মিডিয়ায় share করবেন। এখানে আপনি যত বেশি প্রতিযোগীর সাথে প্রতিযোগীতা করবেন, মূল পরীক্ষায় আপনার প্রতিযোগী তত কমবে। কেননা, প্রতিযোগীতা শুধু হবে আপনার সমপর্যের বা উচ্চ পর্যায়ের জানা লোকদের সাথে।


No comments:

Post a Comment