খুব সহজে Youtube এ প্রবেশ করার পদ্ধতি
মহানবী হজরত মুহাম্মদ সা : কে নিয়া বিতর্কিত সিনেমা প্রচার করার প্রতিবাদে বাংলাদেশ সরকার সম্প্রতি Youtube সহ বেশ কিছু site বন্ধ করে দিয়াছে। আমি মহানবী সা: কে নিয়া নাক্কার জনক কাজ করার জন্য এর তীব্ব্র প্রতিবাদ জানাই। কিন্ত তার পরেও যদি কারো নিতান্ত Youtube এর দরকার পরে, তাদের জন্য এই পোস্টটি করলাম। আপনি খুব সহজে Youtube এ প্রবেশ করতে পারবেন কোনো রকম সফট এর সাহায্য ছাড়া। আপনাকে প্রথমে এই লিঙ্কে http://www.youtubeunblocker.org/ প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর নিচের ছবির মত দেখতে পাবেন।
প্রবেশ করার পর, নিচের দিকে Youtube লিখাতে (চিত্রে লাল বৃত্ত দ্বারা আবৃত ) ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনি পাবেন আপনার প্রত্যাশিত Youtube. আপনি নিচের দিকের ফাকা ঘরে ঠিকানা লিখে go বাটনে ক্লিক করে যে কোনো ব্লক করা website এ প্রবেশ করতে পারবেন।
আজকের মতো খোদা হাফেজ
ধনবাদ
No comments:
Post a Comment