Share/Bookmark

Speed of Internet can be double.

No comment yet
ব্রিটিশ গবেষকদের দাবি ইন্টারনেটের গতি দুই হাজার গুণ বাড়ানো সম্ভব
 ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি বর্তমানের তুলনায় দুই হাজার গুণ বাড়ানো সম্ভব হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের নর্থ ওয়েলস বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তিন বছরের মধ্যেই এ অর্জন সম্ভব বলে তাঁরা মনে করছেন। ইতিমধ্যে পরীক্ষামূলক ফাইবার অপটিকে সেকেন্ডে ২০ গিগাবাইট তথ্য আদান-প্রদান করতে সক্ষম হয়েছেন তাঁরা। এই গতিতে সেকেন্ডে ২০টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা ডাউনলোড করা যাবে। খরচও হবে বর্তমানের তুলনায় কম। গবেষণা দলের সদস্য ড. রজার গিডিংস জানান, প্রাথমিক পর্যায়ে আমরা সফল হলেও প্রযুক্তিটি এখনো বেশ ব্যয়বহুল। যে পদ্ধতিতে আমরা ফাইবার অপটিক ব্যবহার করছি তাতে তার যত লম্বা হতে থাকবে, ইন্টারনেটের গতিও তত কমতে থাকবে। সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিচ্ছে। তবে আমরা গবেষণা করে দেখেছি, ডিজিটাল ডাটাকে যদি বিদ্যুৎ তরঙ্গে রূপান্তর করে তাকে অপটিক্যাল সিগন্যাল আকারে সঞ্চালন করা যায়, তবে গতি প্রায় দুই হাজার গুণ বেড়ে যায়।
ফারহাত আহমেদ, সূত্র: বিবিসি

Post a Comment

HOME | ABOUT

Copyright © 2012 Online Live TV Streaming | Powered by BLOGGER | Template by Learner Area