Share

Showing posts with label Bootable pen dribe. Show all posts




পেনড্রাইভকে বুটেবল করুন সবচেয়ে সহজ উপায়ে  (শুধুমাত্র windows seven এর জন্য )

আমরা অনেকই কম্পিউটার এ windows seven ইনস্টল করার জন্য CD বা DVD ব্যবহার করি। এজন্য কম্পিউটার এ DVD রাইটার বা রিডার থাকতে হয়। অনেক সময় দেখা যায় DVD রিডারের windows বা operating system  ইনস্টল দেওয়া ছাড়া আর তেমন কোনো প্রয়জন পরে না অথচ এই কাজটি করার জন্য আমাদের DVD রিডার ক্রয় (ডেস্কটপ এর েক্ষত্রে ) করতে হয়। মজার ব্যপার হলো, windows দেবার কাজটি আমরা খুব সহজে পেন ড্রাইভের মাধ্যমে করতে পারি। যদিও অনেকেই জানেন।সফটওয়্যারের সাহায্যে পেনড্রাইভকে বুট করে উইন্ডোজ সেটআপ দেওয়া যায়।।তবে কোন প্রকার সফটওয়্যার ছাড়াই এই কাজ করা যায়

বুটেবল পেন ড্রাইভ 

. আপনার কম্পিউটারের ডিভিডি ড্রাইভে উইন্ডোজ এর সিডি প্রবেশ করান।সিডি রান হলে সিডির ভেতর থেকে "boot" ফোল্ডারে প্রবেশ করুন।"boot" ফোল্ডার থেকে "bootsect" এপ্লিকেশনটি আপনার হার্ডডিস্কের যে কোন ড্রাইভের রুটে সেভ করুন

. মনে রাখবেন ড্রাইভের রুটে সেভ করতে হবে।কোন ফোল্ডারে নয়।যেমনঃ এখানে G ড্রাইভে "bootsect" এপ্লিকেশনটি সেভ করা হয়েছে

. এখন আপনার পেনড্রাইভটি কম্পিউটারে প্রবেশ করান।পেনড্রাইভটিকে NTFS  ফাইল সিস্টেমে ফরমেট করুন

. পেনড্রাইভ ফরমেট করার পর "Start>Accessories>Command prompt কে "Run as administrator" হিসেবে চালু করুন

. এবার Command prompt G: লিখে এন্টার দিন। এতে আপনি G: ড্রাইভের রুটে চলে যাবেন।
{
এখানে G: ড্রাইভে এপ্লিকেশনটি সেভ করেছি বিধায় G: দেয়া হয়েছে।আপনি যে ড্রাইভে এপ্লিকেশনটি সেভ করবেন সে ড্রাইভের লেটার লিখবেন}

. এখন " bootsect.exe/nt60 I: " লিখে এন্টার দিন।আপনার প্রবেশকৃত পেনড্রাইভ বুট হওয়া শুরু করবে।বুট হয়ে গেলে এই লেখাটি প্রদর্শন করবে।

{
এখানে I: হচ্ছে পেনড্রাইভের লেটার}
হয়ে গেল আপনার বুটেবল পেনড্রাইভ
. ডিভিডি ড্রাইভে সব ফাইল গুলো পেন ড্রাইভে কপি-পেস্ট করুন
. কম্পিউটার রিস্টার্ট করে বায়াস থেকে "ফার্স্ট বুট" হিসেবে "ইউ এস বি ডিভাইস" সিলেক্ট করুন।তারপর সাধারনভাবে যেভাবে সেট আপ দেওয়া হয়, সেভাবেই এগিয়ে যান। কাজ হয়ে যাবে। যদি কোনো সমস্যায় পরেন কমেন্ট বা ফেইসবুক পেইজ এর মাধ্যমে জানান। সমাধান পেযে যাবেন।
আশা করি ভাল লাগবে, আর ভাল বা খারাপ যাই লাগুক না কেন অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।আপনাদের মন্তব্যই আমাদের কাজের অনুপ্রেরণা।
নতুন নতুন টিপস, বিভিন্ন বই, সফটওয়্যার, বিভিন্ন গুরুত্বপুর্ণ ওয়েব লিংক  পেতে আমাদের ফেইসবুক পেইজে ও ফেইসবুক গ্রুপে যোগ দেন।

ফেইসবুক পেইজঃ LearnerArea


ফেইসবুক গ্রুপঃ adBD.com
Make Bootable Pen dribe most easy way পেনড্রাইভকে বুটেবল করুন সবচেয়ে সহজ উপায়ে (শুধুমাত্র windows seven এর জন্য ) Full View

HOME | ABOUT

Copyright © 2012 Online Live TV Streaming | Powered by BLOGGER | Template by Learner Area